muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মায়ানমারে শান্তিচুক্তি কার্যকর

Myanmar-peace-talk ৬০ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ অবশেষে পরিসমাপ্তির পথ খুঁজে পেতে চলেছে। বুধবার মিয়ানমারের সরকার এবং বিদ্রোহী নৃতাত্ত্বিক দলগুলোর মধ্যকার এক শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, এমনটাই ভাবছেন দেশটির মানুষ।

মিয়ানমারের রাষ্ট্রপ্রধান থেইন সেইন ও ১৬টি নৃতাত্ত্বিক দলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বিগত এক বছ যাবত সরকার ও বিদ্রোহী পক্ষের আপোষকামী অংশের মধ্যকার আলোচনার ফসল।

মায়ানমারের নাইপাঈদু শহরে এ শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেইন সেইন গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, এনসিসিটি (সরকারী শান্তিরক্ষী কমিটি) ও ইউপিডব্লিউসি (বিদ্রোহী পক্ষী শান্তিরক্ষী কমিটি)-এর মধ্যকার এ শান্তিচুক্তির ফলে এবার দ্বিপক্ষীয় রাজনৈতিক আলাপে আসা সম্ভব হবে।

আগামী নভেম্বর মাসের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এ শান্তিচুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Tags: