muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চট্টগ্রামে পুলিশের গুলিতে ৬ ‘ডাকাত’ আহত

ctg

গুলিবিদ্ধ ছয়জনসহ মোট সাত জনকে আটক করা হয়েছে চান্দগাঁও থানার উপসহকারী পরিদর্শক অর্নব বড়ুয়া জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে রাউজান থেকে ডাকাতি করে একদল সন্ত্রাসী শহরের ফিরছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে কালুরঘাট ব্রিজ এলাকায় তাদের সঙ্গে পুলিশের প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়।

আটকদের মধ্যে গুলিবিদ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

আটকরা হলেন- আবুল কালাম, জহির, জসীম, মিরাজ, শামসুর রহমান, আজাহার ও তৈয়ব।

এদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে তৈয়ব ছাড়া বাকিরা হাসপাতালে।

তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা অর্নব বড়ুয়া জানিয়েছেন।

তিনি বলেন, “গভীর রাতে একদল ডাকাত রাউজানের গহিরা এলাকা থেকে ডাকাতি করে পিকআপ নিয়ে নগরীর দিকে ফিরছিল।

“ভোরের দিকে কাপ্তাই রাস্তার মাথায় পুলিশের নিয়মিত চেকপোস্ট দেখে একটি পিকআপ উল্টোদিকে ঘুরে অনন্যা আবাসিক এলাকা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে বাহনটি অন্য একটি রাস্তা দিয়ে কালুরঘাটের দিকে চলে যায়।

“পরে পিকআপটি কালুরঘাট ব্রিজের ওপর উঠে পড়ে। এ সময় ওয়ানওয়ে রোডটির বিপরীত দিক দিয়ে একটি ট্রাক এসে পড়ায় পিকআপটি আর বের হতে পারেনি। তখন পিকআপে থাকা দুর্বৃত্তরা নেমে পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিও পাল্টা গুলি করে। এতে কয়েকজন আহত হয়। তবে তাদের সঙ্গে থাকা আরো বেশ কয়েকজন ব্রিজ থেকে কর্নফুলি নদীতে লাফিয়ে পালিয়ে যায়।”

পরে সাতজনকে আটকের পাশাপাশি পিকআপে তল্লাশি চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

তারা গহীরাতে একটি দোকানে ডাকাতি করে ফিরছিলেন বলে জানান অর্নব।

“আমরা জানতে পেরেছি সেখানে তারা এক দোকানিকে গুলি করেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে,” বলেন তিনি।

Tags: