muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কটিয়াদীতে জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে আড়াই শতাধিক কলাগাছ কর্তন

kola-gac-pic-650x488
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিন চরপুক্ষিয়া গ্রামে জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে বাগানে রোপন কৃত ২৫০ টি ফলসহ কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায়

ক্ষতিগ্রস্থ কৃষক রাজু মিয়া কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ক্ষতিগ্রস্থ রাজু মিয়ার সাথে তার আপন ভাই ও ভাতিজাদের সাথে বিভিন্ন সময় পৈত্রিক জমি জামা নিয়ে বিরোধ চলছিল। গত ১৩ ই এপ্রিল সোমবার সকালে রাজু মিয়ার আপন ভাই ও ভাতিজা কবির, আনোায়ার হোসেন, জুফু মিয়া গংরা বাগানে রোপনকৃত ২৫০ টি ফল সহ কলাগাছ প্রকাশ্যে কেটে ফেলে দেয়। এসময় বাগানের মালিক তাদের বাধা প্রদান করলে তারা দা,লাঠি নিয়ে উওেজিত হয়ে তাকে এলোপাথারি মারপিট করে এবং তাদের সাথে থাকা দা দিয়ে মাথায় আঘাত করে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪ শতাংশ জমিতে রোপন কৃত কলাগাছ গুলো সারিবদ্ধ ভাবে কাটা অবস্থায় জমিতে পরে আছে। এলাকাবাসী জানায়, বিরোধ আছে তো জমি নিয়ে তবে গাছ গুলো কেন কাটা হল ? রাজু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম জানান, কবির, আনোয়ার. জুফু গংরা খুব খারাপ প্রকৃতির লোক বিভিন্ন সময় আমাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। কবির, আনোয়ার, জুফু গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি। বাগানের মালিক রাজু মিায়া বলেন, আমি অধিকতর তদন্তের মাধ্যমে তাদের এ ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: