muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

নেপালে ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজারের বেশি

nepal vu 1
নেপালে শনিবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে, কিন্তু আশংকা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়বে।

উদ্ধারকারীরা এখনো দুর্গম পার্বত্য এলাকাগুলোতে পেীছানোর চেষ্টা করে যাচ্ছেন। এসব এলাকায় বহু লোক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, কিন্তু অনেকের কাছে এখনো কোন সাহায্যই পৌঁছায় নি।
তবে কাঠমান্ডুতে আরো আন্তর্জাতিক ত্রাণসামগ্রী এসে পৌঁছানোর প্রক্রিয়া এখন অনেকটা জোরদার হয়েছে।
নেপালের সরকার সাহায্য হিসেবে আরো তাঁবু এবং খাবার পানি দেবার আহ্বান জানিয়েছেন।
তবে ভূমিকম্পে আক্রান্ত এই রাজধানী শহরটিতে এখনো কয়েক লক্ষ লোক তাঁবু বা অস্থায়ী কোন আশ্রয়কেন্দ্রে বাস করছেন।
nepal vu 2
মাউন্ট এভারেস্ট এলাকায় ভূমিকম্পজনিত তুষারধসের শিকার অনেক পর্বতারোহী এখনো আটকা পড়ে আছেন।
তাদেরকে এখন হেলিকপ্টার দিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে।
কর্মকর্তারা বলছেন, এভারেস্টে আটকা পড়া লোকের সংখ্যা প্রায় দু’শো।
কমপক্ষে ১৮ জন পর্বতারোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
একটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বলেছে, ক্ষতিগ্রস্ত দেশটির পুননির্মাণের জন্য অন্তত ৫শ কোটি ডলার লাগবে – যা দেশটির মোট জাতীয় উৎপাদনের প্রায় ২০ শতাংশ।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: