muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

লাদেনের গোপন আস্তানায় অধিকাংশই ছিলো ৯/১১ এর চক্রান্ত বিষয়ক

laden_82604
মুক্তিযোদ্ধার কন্ঠঃ বিভিন্ন দেশে গোপন আস্তানা বানিয়ে লুকিয়ে থাকার পর সর্বশেষ পাকিস্তানে এসে মার্কিন বিমান হামলায় নিহত হন তৎকালীন আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। ঘটনাটি ঘটে এখান থেকে প্রায় ৪ বছর আগে। কিন্তু পাকিস্তানে লাদেনের আস্তানায় তল্লাশি চালিয়ে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছিল যুক্তরাষ্ট্র তা সেসময় প্রকাশ না করলে সম্প্রতি তা প্রকাশ করেছে। তাদের দাবি,

এগুলোর অধিকাংশই ছিলো ৯/১১ এর চক্রান্ত বিষয়ক।

যুক্তরাষ্ট্রের দাবি, লাদেনের ঠিকানায় পাওয়া বইগুলো আসলে ৯/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণের নথিপত্র।

ওই সময় লাদেনের বাসায় পাওয়া গিয়েছিল ডিজিটাল ভার্সনের আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি এবং আইনের বই। এসব বইয়ের মধ্যে ছিল বব উডওয়ার্ড ও নম চমস্কি এর ওয়াটারগেট স্ক্যান্ডাল, যুক্তরাষ্ট্রে ফরেন পলিসি নিয়ে বই, আইএ ইব্রাহিমের ‘এ ব্রিফ গাইড টু আন্ডারস্ট্যান্ড ইসলাম’ গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস উল্লেখযোগ্য।

এছাড়াও তার কাছে কম্পিউটার প্রোগ্রাম, প্রিন্টার, ভাইরাস প্রটেকশনের অনেক ম্যানুয়াল ছিলো।

২১ মে ২০১৫/ নিঝুম

Tags: