muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

কেনিয়ায় পিতৃভূমি সফরে বারাক ওবামা

obama with parents
পিতৃভূমি সফরে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার তিনি কেনিয়ার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেনিয়ায় এটা ওবামার প্রথম সফর। এর আগে সিনেটর থাকাকালে ওবামা কেনিয়া গিয়েছিলেন।
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও তার কৃষ্ণাঙ্গ বাবা কেনিয়ার বাসিন্দা ছিলেন। আর মা কানসাসের বাসিন্দা।
আশা করা হচ্ছে, ওবামা কেনিয়ার রাজধানী নাইরোবিতে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তিনি গ্রামে যাবেন না। গ্রামেও তার ঘনিষ্ঠজনরা বসবাস করে থাকেন।
কেনিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্রাধান্য পাবে ওবামার এই সফরে।
হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনেট ও কংগ্রেসের ১০ সদস্যও রয়েছেন ওবামার সফরসঙ্গী হিসেবে। তাদের মধ্যে রিপাবলিকান দলের সিনেটর আরিজোনার জেফ ফ্ল্যাকও রয়েছেন।
ইরানের সঙ্গে সাক্ষরিত পরমাণু চুক্তি অনুমোদনে কংগ্রেসের সহায়তা প্রয়োজন ওবামার। ওবামা আশাবাদী কংগ্রেসে চুক্তিটি অনুমোদিত হবে।

Tags: