muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

চট্টগ্রাম টেস্ট: চতুর্থ দিনেও বৃষ্টি

ctg

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। আজ চতুর্থ দিনেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি হানা দিয়েছে।

আজ সকাল থেকেই চট্টগ্রামের আকাশ কাঁদছে। এই মুহূর্তে বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেছে। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফলে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

দুই দলের খেলোয়াড়রা সকাল সোয়া ৯টা পর্যন্ত হোটেল থেকেই বের হননি।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)

বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮, হারমার ৩/১০৫, ফিল্যান্ডার ২/৪০)

Tags: