muktijoddhar kantho logo l o a d i n g

অপরাধ

ব্লগার রাজীব হত্যা মামলায় আরো দুজনের সাক্ষ্য গ্রহণ

razib
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লাগার প্রকৌশলী রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আরো দুজন সাক্ষী দিয়েছেন। এ নিয়ে মামলার অভিযোগপত্রভুক্ত ৫৫ জনের মধ্যে মোট পাঁচজনের সাক্ষ্য গ্রহন হয়েছে।

আজ বুধবার ব্লগার রাজীব হত্যা মামলায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য ছিল। এদিন সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন জব্দ তালিকার সাক্ষী জাকির হোসেন ও জহিরুল ইসলাম। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এই সময় এ হত্যা মামলার আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অভিযোগপত্রভুক্ত আসামি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা (৩০) পলাতক থাকায় অনুপস্থিত ছিলেন তিনি। উপস্থিত সকল আসামিদের জেরা করেন আইনজীবীরা। জেরা শেষে বিচারক পরবর্তী সাক্ষীর জন্য আগামি ৪ আগষ্ট দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মাহাবুবুল আলম। আর আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ।

এর আগে গত ৫ জুলাই সাক্ষ্য দেন মামলার তৃতীয় সাক্ষী নিহতের ছোট ভাই গোলাম মোর্তুজা হায়দার। ২৪ জুন সাক্ষ্য দেন অভিযোগপত্রভুক্ত নিহতের খালাতো ভাই কাজী গালিবুল ইসলাম। ২৭ মে সাক্ষ্য দেন মামলার প্রথম সাক্ষী নিহতের পিতা ডা. নিজামউদ্দিন।

প্রসঙ্গত, মামলার অভিযোগপত্রে ত্রুটি থাকায় গত ২১ মে আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২২৭ ধারায় সংশোধিত অভিযোগ গঠন করা হয়। মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতী জসীমউদ্দিন রাহমানীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় এবং অন্য সকলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রাজীব হায়দার শোভনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত আত্মীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘থাবাবাবা’ নামে একটি ব্লগে তিনি লেখালেখি করতেন। এ ঘটনায় নিহতের পিতা মো. নিজামউদ্দিন রাজধানীর পল্লবী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Tags: