muktijoddhar kantho logo l o a d i n g

Uncategorized

শিক্ষকদের ওপর হামলা কখনও গ্রহণযোগ্য নয় : উপাচার্য

DU_VC
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষকদের ওপর ছাত্রদের হামলা কখনও গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি নিজেদের সামাজিক ঐতিহ্য ধারণ করে বড়দের প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার নাট-মন্ডল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি’র চেক তুলে দেয়ার সময় তিনি এ কথা বলেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন ক্যাথেরিন পিউরিফিকেশন এবং ইরা আহমেদ।
শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন উপাচার্য ।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বিশেষ অতিথি এবং অধ্যাপক জিয়া হায়দারের ছোট ভাই রশীদ হায়দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tags: