muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জালালের গল্প’

jalal er golpo
বিনোদন ডেস্কঃ দক্ষিণ কোরিয়া ও পর্তুগালে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মাননা পাওয়া ‘জালালের গল্প’ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ৪ সেপ্টেম্বর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। অবশেষে ঠিক হলো ৪ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে মুক্তি পাবে সিনেমাটি।

অনুষ্ঠানে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মসের অন্যতম কর্ণধার ফরিদুর রেজা সাগর সিনেমাটির আন্তর্জাতিক সাফল্যের কৃতিত্ব দিলেন নির্মাতাকে।

তিনি বলেন, “ইমপ্রেস টেলিফিল্ম বরাবরই নতুনদের প্রাধান্য দেয়। সুযোগ করে দেয় ভালো কিছু, বিশেষ কিছু করার। সেই ধারাবাহিকতা ভঙ্গ করেননি আবু শাহেদ ইমন। তার মতো মেধাবী পরিচালকদের পাশে সব সময় থাকবে ইমপ্রেস টেলিফিল্ম। আশা রাখি তাকে দেখে তরুণ নির্মাতারা উদ্বুদ্ধ হয়ে ভালো ছবি নির্মাণে অগ্রণী হবেন।”

ইমন আরও বললেন, “আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। তবুও আমার পরিশ্রম তখনই সার্থক হবে যখন ছবিটি দেশের দর্শকদের কাছে সমাদৃত হবে।

Tags: