muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ইন্টারনেট ব্যবহারে ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ প্রণয়ন করতে যাচ্ছে সরকার

hasina naa
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সরকার দেশে ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তির নিরাপদ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ প্রণয়ন করতে যাচ্ছে।

শনিবার নিজের সরকারি বাসভবন গণভবন থেকে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ রাখতে হবে এবং এটিকে সন্ত্রাসী-জঙ্গি কর্মকাণ্ডে ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কাজে ব্যবহার করতে দেয়া যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি এটির নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অশুভ মনোভাব নিয়ে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকার বিষয়ে জনগণের মধ্যে আমাদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা বলেন, তার সরকার ব্যান্ডউইথ মূল্য আটবার কমিয়ে এনেছে এবং বর্তমান মূল্য ৬২৫ টাকায় নেমে এসেছে যা ২০০৮ সালে ছিল ৭৮ হাজার টাকা।
তিনি সরকারের উদ্যোগ অনুসরণ করে কল রেট কমিয়ে আনার জন্য টেলিফোন অপারেটরদের প্রতিও অনুরোধ জানান।
আইসিটি ডিভিশন, বেসিস এবং গ্রামীণফোনের যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগ এবং সারাদেশের ৪৮৭টি উপজেলায় সপ্তাহ পালনের এ কর্মসূচি নেয়া হয়েছে।

Tags: