muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঈদ উপলক্ষে আগে ও পরে তিন দিন মহাসড়কে ভারী যানবাহন নিষিদ্ধ

image_248426.obaydul
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ-উল- আযহার আগে ও পরে তিন দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার কুমিল্লায় দুটি সেতুর উদ্বোধনীতে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের সকল মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগের ও পরের তিন দিন মহাসড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে গার্মেন্ট পণ্য ও পচনশীল পণ্য এ আওতার বাইরে থাকবে।
একইসঙ্গে মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টগুলোকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ফোর লেনের শহীদনগর ও জিংলাতলী সেতু দুটির উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। একইসঙ্গে মহাসড়ক থেকে সকল বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এসময় ফোরে লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: