muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মালয়েশিয়া তাদের চাহিদার অতিরিক্ত শ্রম শক্তির বড় অংশ বাংলাদেশ থেকে পূরণ করবে

malaysia
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মালয়েশিয়া তাদের চাহিদার অতিরিক্ত শ্রম শক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে পূরণ করবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক সেরি হাজি শরীপউদ্দিন বিন হাজি আজ ঢাকায় এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সেক্রেটারী জেনারেল আরো বলেন, ‘শ্রম শক্তির সোর্স কান্ট্রি’ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।
হাজি শরীপউদ্দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের রিক্রুটমেন্ট-এর ‘জি টু জি প্লাস’ পদ্ধতিসহ আজ ৬ষ্ঠ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের ফলাফল পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
তিনি আরো জানান, বাংলাদেশের জন্য নির্মাণ ও সেবাখাতসহ তাদের দেশের সব খাত উন্মুক্ত রেখেছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সেক্রেটারি জেনারেল হাজি শরীপউদ্দিনকে বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

Tags: