muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

১২১ কোটি টাকা রাজস্ব আয় চট্টগ্রাম কাস্টমসে

Customs
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে ১২১ কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস।

চলমান অর্থবছরে ১২ মাসে ৩৩ হাজার ১২১ কোটি ১১ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) ১২১ কোটি টাকা রাজস্ব আয় বড় ধরনের সাফল্য বলে কাস্টমস কর্মকর্তারা মত প্রকাশ করেছেন।

এই রাজস্ব আয়ের মাধ্যমে গত অর্থবছরের তুলনায় ১১ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মেহবুব হক।

চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, গত অর্থবছরে (২০১৪-১৫) লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৯৩৩ কোটি ৭৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় হয়েছিল ২৭ হাজার ২৪৪ কোটি ১ লাখ টাকা।

এর ধারাবাহিকতায় ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৩ হাজার ১২১ কোটি ১১ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৫৩৮ কোটি টাকা মূল্যের ৫৯ লাখ ৫৪ হাজার ৬১৬ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে ১২১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মেহবুব হক জানান, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৭ হাজার কোটি টাকা বেশি। এই বর্ধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্থবছর শেষে আরো বেশি রাজস্ব আয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে চট্টগ্রাম কাস্টমস। আমদানি পণ্যের রাজস্ব আদায়ে অনিয়ম দুর্নীতি রোধ করতে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম কাস্টমস।

এ ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস রোধ করতে গোয়েন্দা শাখার তৎপরতাও ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। এর ধারাবাহিকতায় প্রথম দুই মাসে ১১ শতাংশ বেশি প্রবৃদ্ধি হওয়ায় চলতি বছর শেষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন কাস্টমস কর্মকর্তারা।

Tags: