muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

যৌথভাবে রসায়নে নোবেল পেলেন তিন ডিএনএ গবেষক

Nobel
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ এ বছর রয়াসনে যৌথভাবে নোবেল পেলেন তিন রসায়নবিদ। তারা হলেন- সুইডেনের টমাস লিনডাহল, যুক্তরাষ্ট্রের পল মডরিচ এবং তুরস্কের আজিজ স্যানকার।

রয়টার্স অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত ডিএনএ ভালো করে তুলতে দেহের কোষগুলো কীভাবে কাজ করে- তার মানচিত্র উদঘাটন করার স্বীকৃতি হিসেবে তিনজনকে যৌথভাবে ২০১৫ সালের জন্য রসায়নে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়েছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক বিবৃতি বলেছে, জীবন্ত কোষ কীভাবে কাজ করে, তাদের কাজ থেকে এর প্রাথমিক জ্ঞান পাওয়া গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ক্যানসার চিকিৎসার উন্নয়নে তাদের এই কাজ সুফল দেবে।’

রসায়নে নোবেল পুরস্কারের মূল্যমান ৯ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার লিনডাহল, মডরিচ ও স্যানকারের মধ্যে সমান অংশে ভাগ করে দেওয়া হবে।

এ বছর তৃতীয় ধাপে রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হলো। এর আগে চিকিৎসা ও পদার্থে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের নামানুসারে প্রথম বছর সাহিত্য, শান্তি ও বিজ্ঞানে পুরস্কার দেওয়া হয়। এখন প্রতিবছর ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।

Tags: