muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

hamid
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আশুদ আহমেদ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য নির্মাণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজে কাতারের বিপুল জনশক্তির প্রয়োজন হবে। তিনি সেখানে আরো বাংলাদেশীর কর্মসংস্থানের জন্য এই সুযোগ কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।

রাষ্ট্রপতি কাতারে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
আবদুল হামিদ কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রচেষ্টা গ্রহণের জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
আশুদ আহমেদ তার নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির পরামর্শ কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: