muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিএসএফের গুলি, নিহত ১

BSF
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর সীমান্তে দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশি গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

এতে রহিম (৩০) নামে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিম আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি ও গ্রামবাসী সূত্র জানায়, বিএসএফ জওয়ানদের একটি দল সীমান্তের জিরোলাইন থেকে বাংলাদেশের প্রায় সাড়ে ৩০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে গুলি চালায়। এ সময় তাদের গুলিতে রহিম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিতে আহত সুলতান (৬৫) নামের অপর একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের মধ্যে অন্যরা হলেন আনসার আলীর ছেলে সাজু, আনোয়ারুল ইসলামের ছেলে সুমন ও ইসমাইলের স্ত্রী রাবেয়া। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Tags: