muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বমিজ অ্যালিসন ব্লেইক : ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার

claek
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বমিজ অ্যালিসন ব্লেইককে বাংলাদেশে নতুন বৃটিশ হাইকমিশনার নিযুক্ত করা হয়েছে। তিনি রবার্ট ডব্লিউ গিবসনের স্থলাভিষিক্ত হবেন।

বৃটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস (এফসিও) আজ এক ঘোষণায় একথা জানায়।
মিজ ব্লেক ২০১৬ সালের জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান বৃটিশ হাইকমিশনার গিবসনকে আরেক কূটনৈতিক দায়িত্বে বদলি করা হবে।
ব্লেক ১৯৮৯ সালে বৃটিশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১১-২০১৪ সাল পর্যন্ত তিনি পাকিস্তানে ডেপুটি হাইকমিশনার ছিলেন।
২০০১-২০০৫ পর্যন্ত তিনি ওয়াশিংটনে ফার্স্ট সেক্রেটারি, ২০০৬-২০০৭ পর্যন্ত ডিফেন্স এন্ড ওভারসিস সেক্রেটারিয়েটে ডেপুটি ডাইরেক্টর এবং ২০০৭-২০১০ পর্যন্ত কনফ্লিকট গ্রুপে এফসিও প্রধান ছিলেন।
মিজ ব্লেক এফসিও’র উপ-প্রধান, ইস্টার্ন এড্রিয়াটিক ডিপার্টমেন্ট এবং ব্রাসেলসে ন্যাটোতে ফার্স্ট সেক্রেটারি ইউকে প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

Tags: