muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

বাংলাদেশে দীর্ঘদিন শান্তি বিরাজ করছে, এটা অনেকে চায় না: রাশিয়ার রাষ্ট্রদূত

nikolaev_russia_bd_336513
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কবাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন শান্তি বিরাজ করছে, এটা অনেকে চায় না।

তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যার কারণ কী সেটা আমরা বুঝি।
নিকোলায়েভ বলেন, বাংলাদেশ পর্যটকদের জন্য নিরাপদ স্থান। দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে খারাপ বলা যায় না।
মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে ব্যবসায়িক বিষয়ে বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
নিকোলায়েভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার মতে বাংলাদেশে শান্তি বিরাজ করছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ভ্রমণের জন্য রাশিয়ার নাগরিকদের উৎসাহিত করছি।
দুটি বিচ্ছিন্ন ঘটনার পর বর্তমানে পর্যটকসহ বিদেশীদের সরকার যে নিরাপত্তা দিচ্ছে তা উল্লেখ করার মতো বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমানে রাশিয়ার ১৭ জন নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। তারা নিরাপদেই আছেন বলেই আমি মনে করি।
রাশেদ খান মেনন বলেন, মূলত রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন ব্যবসায়িক আলোচনার জন্য। বিশেষ করে তিনি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করার প্রস্তাব করেছেন। এ প্রস্তাবে বাংলাদেশ যদি রাজি না থাকে তাহলে রাশিয়া কাজটি করতে চায়।
এ ছাড়া বাংলাদেশের সঙ্গে মস্কোর যে এয়ার অ্যাগ্রিমেন্ট আছে তা রিভিউ করে রাশিয়ার সঙ্গে করার প্রস্তাব জানান দেশটির রাষ্ট্রদূত।

Tags: