muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা

karbala
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার পয়লা মহররম। এ হিসেবে আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা পালিত হবে।

বুধবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে এ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. অহিদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, ভারপ্রাপ্ত ওয়াক্ফ প্রশাসক মোহাম্মদ জাকের হোছাইন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, স্পারসোর সিএসও মো. শাহ আলম, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারি আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

Tags: