muktijoddhar kantho logo l o a d i n g

অপরাধ

শিশুকে গুলি: লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ

liton mp
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাইবান্ধার আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালত এ নির্দেশ দেন। এর আগে পৌনে ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাংসদ লিটনকে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে আনা হয়। তার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে সাংসদ লিটনের মুক্তির দাবিতে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। বেলা সাড়ে ১১টার দিকে তার আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে পুলিশি বাধায় তারা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। সংঘর্ষে এমপির বেশ কয়েকজন সমর্থক আহত হন।

Tags: