muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

গৃহযুদ্ধ অবসানে মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর

Myenmar
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ কয়েক যুগ ধরে চলা গৃহযুদ্ধ অবসানে আটটি সশস্ত্র বিদ্রোহী উপজাতি গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার সরকার। দুই বছর আলোচনার পর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে ১৫টি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সক্রিয় সাতটি গোষ্ঠী এই চুক্তিতে অংশ নেয়নি। এগুলোর মধ্যে রয়েছে চীন সীমান্তে লড়াইরত ইউনাইটেড ওয়া স্টেট আর্মি ( ইউডব্লিউএসএ) ও কোচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও)।

টেলিভিশনে সম্প্রচারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেনা প্রধান ও বিদ্রোহী গ্রুপগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, ‘ আজ মিয়ানমারের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের দেশের জন্য আমরা ভবিষ্যত শান্তির জন্য একটি নুতন পথ খুলতে সক্ষম হয়েছি।’

যেসব বিদ্রোহী গ্রুপ চুক্তিতে স্বাক্ষর করেনি, ভবিষ্যতে তারাও শান্তিচুক্তি করবে আশাবাদ ব্যক্ত করে থেইন সেইন বলেন,‘বাকী দলগুলোকে শান্তি প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে। তাদের জন্য দরজা উন্মুক্ত।’

সূত্র: বিবিসি

Tags: