muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

মোবাইল কোম্পানীগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি কাল থেকে শুরু

fingerprint_ sim card
তথ্য প্রযুক্তি ডেস্কঃ টেলিফোনে সংঘটিত অপরাধ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে মোবাইল কোম্পানীগুলো সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম কার্যক্রম দেখতে কাল রাজধানীতে বিভিন্ন ফোন কোম্পানীর কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শন করবেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে বলেন, বাংলাদেশ হলো দ্বিতীয়তম দেশ, যেখানে শারীরিক চিহ্ন নিশ্চিত করার মাধ্যমে সিমের প্রকৃত মালিক বাছাইয়ে সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি চালু করা হয়েছে। সব ফোন কোম্পানী ইতোমধ্যে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ প্রসঙ্গে রবির জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করতে আমরা সব প্রস্তুতি শেষ করেছি। সারাদেশে আমাদের ৪৬ কাস্টমার কেয়ার সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে।

Tags: