muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

তিন দিনে শেয়ারবাজার থেকে দেড় হাজার কোটি টাকা উধাও

stock exchange
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদনত্ম কমিটি গঠণের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।

তিনি বলেন, গত ৬ মাসে ছয়টি কোম্পানীর শেয়ার উঠা-নামা করছে। কাজেই কারা এই বাজার কারসাজির সঙ্গে জড়িত তা বের করতে হবে।

গতকাল সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। কাজী ফিরোজ রশিদ বলেন, শেয়ার বাজারে গত কয়েক দিনে দেখা যায় তিতাসের শেয়ার হঠাত্ করে ৭৫ টাকা থেকে নেমে ৫০ টাকায় দাঁড়িয়েছে। তিন দিনে ১ হাজার ৫০০ কোটি টাকা নেই। এরপর মানুষ কেন শেয়ার বাজারে বিনিয়োগ করবে?

অবিলম্বে বাজার কারসাজিদের খুঁজে বের করতে তদনত্ম কমিটি গঠণের দাবি জানিয়ে বলেন, শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। কয়েকদিন আগে দেখলাম এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটি সার্কুলার জারি করেছে। এতে ডিষ্ট্রিবিউশন চার্জ অনেক কমিয়ে দিয়েছে। যার ফলে তিতাস গ্যাসের দর তিন দিনের মধ্যে ৭৫ থেকে ৫০ এ নেমেছে। এতে মানুষের শেয়ার বাজারের প্রতি আস্থা নষ্ট হবে।

Tags: