muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আল-আমিনের হ্যাটট্রিকে বরিশালের জয়

al-amin_12855
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ লো-স্কোরিং ম্যাচে ১ রানের কস্টকর এক জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। মঙ্গলবার সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারকে হারিয়ে বিজয়ী হয় তারা।

আল আমিন হোসেনের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে ১০৯ রানের টার্গেটও ছুতে দেয়নি বরিশাল বুলস। শেষ ওভারে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮ রান। কিন্তু তারা ৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ফলে ১ রানের হার মানতে হয় মুশফিকদের। আল আমিন হ্যাটট্রিকসহ ৫ উইকেট দখল করেন ৩৬ রানের বিনিময়ে।

অন্যান্য বোলাররাও চরম কৃপণতা দেখিয়েছে রান দেয়ার ক্ষেত্রে। সামি ৪ ওভারে দিয়েছে মাত্র ৯ রান, বিনিময়ে নিয়েছেন ১ উইকেট। কেভন কুপার ৪ ওভারে দিয়েছেন ১৪ রান।

১০৯ রানের তুলনামূলক কম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে মুশফিক বাহিনী। ২য় ওভারেই উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন তিনি। ম্যাচের চতুর্থ ওভারেই আসে আল-আমিন হোসেনের আঘাত। এ ওভারে রবি বোপারা, নুরুল হাসান, মুশফিকুর রহিমকে টানা তিন বলে আউট করে আসরের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।
এরপর দিলশান মুনাবিরা ও ওয়াইজ শাহ জুটি গড়েন। দলীয় ৬১ রানে ওয়াইজ শাহ তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হলে তাদের ৪৩ রানের জুটি বিচ্ছিন্ন হন। পরের ওভারেই আউট হন মুনাবিরা। ব্যক্তিগত ৩৬ রান করে।
এরপরে নাজমুল হোসেন মিলন, নাজমুল ইসলাম কিছু রান যোগ করলেও তা জয়ের জন্য যথেস্ট ছিলো না। শেষ অবধি তারা ১০৮ রান করতে সমর্থ হয়।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল বুলস। দুই ওপেনার শুরুটা ভালো করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ইনিংসের চতুর্থ ওভার থেকেই শুরু হয় উইকেটের পতন। প্রথমে আউট হন রনি তালুকদার। দলীয় ৩৪ রানে শুভাষিশ রায়ের বলে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই আউট হন শাহরিয়ার নাফিস। তিনি করেন ১২ রান।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মাহমুদুল্লাহ রিয়াদের দল। নাদিফ চৌধুরী ছাড়া আর কেউ তেমন রান করতে পারেনি। নাদিফ করেন ২৮ বলে ২৪ রান। ১৯.৩ ওভারের মধ্যেই বরিশাল বুলস ১০৮ রানে অলআউট হয়।

তিনটি রান আউট ও নাজমুল ইসলামের ৩ উইকেট বরিশালকে স্বল্প পুঁজিতে আটকে দেয়।

Tags: