muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

শেখ হাসিনার অনুরোধ নাকচ করল নির্বাচন কমিশন

election commition
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রতীক বরাদ্ধের অনুরোধ জানালেও তা নাকচ করল নির্বাচন কমিশন।

শরীয়তপুরের রিটার্নিং কর্মকর্তাকে এক নির্দেশনায় ইসি জানিয়ে দিয়েছে, পৌর নির্বাচনের আইন ও বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী কাউকে এ পর্যায়ে আর দলীয় প্রার্থী করার আইনগত সুযোগ নেই।

ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান জানান, বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা শরীয়তপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে তারা পাঠিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদকে দলীয় প্রত্যয়নপত্র দেন সভানেত্রী শেখ হাসিনা। এর পরে ফারুক আহম্মেদ তালুকদার বলেন, রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আমাকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক বরাদ্ধের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে পত্র দিয়েছেন।

এ ব্যাপারে নিজে সিদ্ধান্ত না নিয়ে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন নির্বাচন কমিশনের মতামত চেয়ে চিঠি পাঠান। কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর আজ শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন, স্বতন্ত্র প্রার্থীর আর দলীয় মনোনয়নের সুযোগ নেই। ইসির নির্দেশনা আমরা অনুসরণ করব।

এদিকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিধিতে যা বলা রয়েছে তাই হবে। আইন-বিধির বাইরে কিছু করার সুযোগ নেই। আমরা আইন-বিধি মোতাবেক কাজ করব।

এর পর রাতেই কমিশন সচিবালয় থেকে শরীয়তপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনার ওই চিঠি পাঠানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোট হবে।

Tags: