muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

কলকাতায় মেট্রো রেলের প্রথম নারী চালিকা!

female-trane-driver
মেট্রোর সামনে চালকের কেবিনে বসে এক নারী৷ তাঁর পাশে দাঁড়ানো এক মোটরম্যান৷ আর ওই নারী চালকের আসনে৷ ফেসবুকে সেই ছবি৷ ছবির নিচে লেখা কলকাতা মেট্রোর প্রথম নারী চালিকা৷ আর এই ছবি নিয়েই শুরু জল্পনা৷ তোলপাড় মেট্রোভবনও৷ কর্মকর্তা থেকে ইউনিয়নের নেতা!

প্রত্যেকেরই প্রশ্ন, তবে কি কলকাতা মেট্রোয় প্রথম নারী চালক নিয়োগ হল? কিন্তু কারও কাছেই কোনও সঠিক উত্তর নেই৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে লক্ষ লক্ষ মানুষের নজরে তখন এই ছবি৷ ঘন ঘন মেট্রো ভবনে যাত্রীদের ফোন৷ ব্যতিব্যস্ত মেট্রো কর্তারাও৷ শনিবার বিকেল থেকে ছড়ানো এই ছবিতে ঘুম ছুটল কর্তাদের৷ তবে জানা গেল, এটা সম্পূর্ণই বিভ্রান্তি৷ কোনও চালকই নিয়োগ হয়নি কলকাতা মেট্রোয়৷ তবে কে ছড়াল এই বিভ্রান্তি? আর কেনই বা ছড়ানো হল এই বিভ্রান্তি? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত৷
মেট্রো জনসংযোগ আধিকারিক (সিনিয়ার) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরাও ছবিটি দেখেছি৷ নিরাপত্তা বিভাগকে জানিয়েছি৷ তারাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে৷”
মেট্রোর একটি সূত্র জানাচ্ছে, যে মহিলার ছবি ফেসবুকে দেখা যাচ্ছে, তিনি মেট্রোর মেনটেনেন্স ডিপার্টমেণ্টে কাজ করেন৷ ট্রেন পরীক্ষার সময় অনেকেই চালকের কেবিনে বসেন৷ সেই অবস্থাতেই ছবি তুলে হয়তো কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেড়ে দিয়েছেন৷ কিন্ত্ত কে বা কেন এ কাজ করল তা মেট্রোর পক্ষে তদন্ত করে দেখা হচ্ছে৷ কারণ বিষয়টিতে কলকাতা মেট্রোর নাম জড়িয়ে করা হয়েছে৷ কারও দোষ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷ দিল্লি, জয়পুর, বেঙ্গালুরু, মুম্বইতে যে মেট্রো রয়েছে, সেখানেও কোথাও মহিলা চালক নেই বলে জানা গেছে৷ কলকাতা মেট্রোয় যদি প্রথম মহিলা চালক নিয়োগ হত সেক্ষেত্রে একটি নতুন ইতিহাস গড়ত এই শহর৷ তাই শনিবার ফেসবুকে ছবি দেখে বেশ কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন মেট্রো কর্তারা৷ পরে উচ্চ কর্তৃপক্ষের পক্ষে জানিয়ে দেওয়া হয়, এটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়৷
মেট্রোসূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মেট্রোয় চালক নিয়োগ বন্ধ রয়েছে৷ এখন মোট ২২৫ জন চালক রয়েছেন কলকাতা মেট্রোয়৷ যদি চালকের সমস্যা হয়, সেক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল থেকে চালক নেওয়া হয়৷ সেই অবস্থায় নতুন এই চালিকার ছবির আবির্ভাবে যথেষ্টই চাঞ্চল্য ছড়ায় মেট্রো কর্তৃপক্ষের মধ্যে৷ শনিবার গোটাদিন এবং রবিবারও জোর চর্চা হয় তা নিয়ে৷
মেট্রোর এক কর্মকর্তা জানান, হয়তো কেউ মজা করে এটা করেছে৷ কিন্তু কলকাতা মেট্রোর নাম ব্যবহার করে ছবি তুলে তা ফেসবুকে দেওয়াটা তো কোনও মজার বস্তু নয়৷ তাই কে বা কারা তা করেছে তা খতিয়ে দেখা হবে৷ প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে৷

সূত্র: সংবাদ প্রতিদিন

Tags: