muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

পাকিস্তানে সাজাপ্রাপ্ত ৮ খুনির ফাঁসি কার্যকর

pakistan-map
পাকিস্তান সাজাপ্রাপ্ত আরো আট খুনীর ফাঁসি কার্যকর করেছে। দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ষপূর্তির একদিন আগে মঙ্গলবার ফাঁসির এ রায় কার্যকর করা হয়। পেশোয়ারে ভয়াবহ ওই হামলার পর কর্তৃপক্ষ মৃত্য্যুদন্ড কার্যকরের ওপর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছরের ১৬ ডিসেম্বর সেনা পরিচালিত একটি স্কুলে তালেবানের ভয়াবহ হামলায় দেড়শোরও বেশি লোক নিহত হওয়ার পর পাকিস্তান সন্ত্রাসীদের দমনের অংশ হিসেবে মৃত্যুদন্ড কার্যকর শুরু করে।
পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সর্বশেষ এসব মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারাগার বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ বলেন, সাজাপ্রাপ্ত খুনী দুজনকে মুলতান, ভাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আটক ও ডেরা গাজী খানে একজন করে ফাঁসি দেয়া হয়।
সন্ত্রাসের কারণে প্রথমদিকে সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্যে মৃত্যুদন্ড পুনরায় বহাল রাখা হলেও মার্চ মাসে বড়ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ এ সাজা দেয়া হয়েছে।

মৃত্যুদন্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ পর্যন্ত কতোজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তার সরকারি কোন হিসেব নেই। মানবাধিকার কর্মীরা বলছেন, এ সংখ্যা তিনশ।

Tags: