muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিপিএলে হ্যাটট্রিক শিরোপায় তাকিয়ে মাশরাফি

Mashrafe_bpl
বিপিএলে টানা তিনবার শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়ার হাতছানি কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সামনে।

বিপিএলের প্রথম আসরের আগে নিলামে অনেকটাই অবহেলিত ছিলেন মাশরাফি। একদম শেষ পর্যায়ে তাকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটিকেই পরে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। পরের বারও পুনরাবৃত্তি সেই সাফল্যের। গ্ল্যাডিয়েটর্সকে জিতিয়ে ট্রফি উঁচিয়ে ধরেন মাশরাফি।

এবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স নেই, মাশরাফিও নতুন ঠিকানায়। তবে অধিনায়ক মাশরাফির সাফল্যযাত্রা তাকে থমকে যায়নি। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তুলে এসেছেন ফাইনালে। হ্যাটট্রিক শিরোপা থেকে এখন তিনি মাত্র একটি জয় দূরে দাঁড়িয়ে।

ফাইনালের আগের দিন টিম হোটেলে সংবাদ সম্মেলনে নিজের ভালো লাগার কথা জানালেন মাশরাফিও।

“এটা অবশ্যই অনেক আনন্দের। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এটি। আরও একটি ফাইনাল খেলছি, নিজের কাছে অনেক ভালো লাগছে। শেষটা ভালো করতে পারলে আরও ভালো লাগবে।”

তবে নিজের চেয়ে দলের তরুণদের রোমাঞ্চটাই বেশি ছুঁয়ে যাচ্ছে কুমিল্লা অধিনায়ককে।

“আমি অবশ্যই খুব রোমাঞ্চিত। তবে আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে। রনি (আবু হায়দার) ও আর্ বেশ কজন আছে যারা এই ধরনের ফাইনাল খেলার স্বাদ পায়নি। ওদের রোমাঞ্চটা আরও বেশি। তবে এই মুহূর্তে রোমাঞ্চ নিয়ন্ত্রণ করে মাঠে ভালো খেলাটা জরুরি।

Tags: