muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

অনলাইনে আয় : জেনে নিন অ্যাডসেন্সের বিকল্প (ভিডিওসহ)

google-Absense
তথ্য প্রযুক্তি ডেস্কঃ আপনার কী নিজের ওয়েবসাইট আছে? আপনি কী চাচ্ছেন আপনার নিজের ওয়েবসাইট বা ব্লগ সাইট এর মাধ্যমে উপার্জন করতে?

তাহলে নিশ্চয়ই আপনি ওয়েবসাইটের মাধ্যমে উপার্জনের জন্য গুগল অ্যাডসেন্সের নাম শুনেছেন। হয়তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনার সাইটটি গুগলে সাবমিটও করেছেন।

কিন্তু অনেক আশার সেই সোনার হরিণ আডসেন্স ধরা দেয়নি আপনার জালে! ফলে গুগল এর মন ভাঙ্গা ইমেইল ‘আপনার সাইটি আডসেন্সের যোগ্য নয়’ দেখে আপনি কী ভেঙে পরেছেন! তাহলে আপনার জন্যই বিশেষ এই আয়োজন- জেনে নিন আডসেন্সের বিকল্প।

অ্যাড পাবলিশার হয়ে উপার্জন করার জন্য অনেক অনলাইন নেটওয়ার্ক সাইট রয়েছে। যেখানে খুব সহজেই অ্যাকাউন্ট অ্যাকটিভ করা যায়, আর তখন থেকেই উপার্জন করা যায়। আসুন তাহলে দেখে নেয়া যাক অ্যাডসেন্সের বিকল্প এমনই একটি সাইট এবং সেই সাইটির বিভিন্ন সুবিধা।

Tags: