muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আইএসের দখল থেকে রামাদির পুনর্দখল নিতে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী

iraq-solders
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইরাকের সরকারি বাহিনী ইসলামিক স্টেট গোষ্ঠীর দখল থেকে রামাদি শহরের একটি বড় এলাকা পুনর্দখল করে নিয়েছে। এখন তারা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে।

ইরাকি কর্তৃপক্ষ বলছে পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
রামাদি শহরের কেন্দ্র থেকে ইসলামিক স্টেট গোষ্ঠীকে হটাতে যুদ্ধ দ্বিতীয় দিনে গড়াচ্ছে।
মার্কিন বিমান হামলার পাশাপাশি ইরাকি সেনা ও তার সহযোগী নানা গোত্রের যোদ্ধারা একত্রে এগুচ্ছে।
দেশটির কর্তৃপক্ষ মনে করছে আগামী সপ্তাহ শুরুর আগেই তারা শহরটির দখল পুনরায় নিয়ে নিতে সমর্থ হবে।
যুক্তরাষ্ট্রে ইরাকের রাষ্ট্রদূত লুখমান ফেইলি বলছেন, শহরের পুনর্দখল নিতে এগুচ্ছে ইরাকি বাহিনী।
গত মে মাসে বাগদাদ থেকে ১১০ কিলোমিটার দুরের শহর রামাদি দখল করে নেয় ইসলামপন্থী সশস্ত্র সংগঠন আই-এস।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানিয়েছেন, ওই এলাকায় ৩৫০ জনের মতো আই-এস যোদ্ধা এখনো টিকে আছে।
তবে রামাদিতে আই-এস যোদ্ধাদের পতন অবধারিত।
মার্কিনীরা ইরাকি সেনা ও তার সহযোগী নানা গোত্রের যোদ্ধাদের প্রশিক্ষণ দেবার পর গত কয়েক মাসের মধ্যে এটাই সেখানে সবচাইতে সফল আক্রমণ।
তবে এখন আশংকা হলো রামাদিতে রয়েছে হাজার হাজার বেসামরিক মানুষজন।
ইসলামিক স্টেটের যোদ্ধারা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করবে কিনা সেই সম্ভাবনা রয়েই যাচ্ছে।

Tags: