muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আইএসের নিয়ন্ত্রণে থাকা রামাদি অবশেষে মুক্ত ঘোষণা

Ramadi
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রামাদিকে অবশেষে মুক্ত ঘোষণা করেছে সরকারি বাহিনী।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল সোমবার টেলিভিশনে এক ভাষণে বলেছেন, ‘হ্যাঁ, অবশেষে আমাদের সেনারা রামাদি শহর শত্রুমুক্ত করেছে। ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনী আনবারের সরকারি ভবনে জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছে। তবে পুরো শহর মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এটা আমাদের দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়।’

ইরাকি সেনাদের হটিয়ে গত মার্চ মাসে আইএস যোদ্ধারা আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে নেয়। রাজধানী বাগদাদ থেকে একশ কিলোমিটার পশ্চিমের এই শহরটি দখল ছিল এ বছরের আইএসের সবচেয়ে বড় অর্জন। পরবর্তী সময়ে এখান থেকেই আইএস অন্যান্য অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার শুরু করে।

ইরাকি সেনাদের মুখপাত্র সাবাহ আল নুমানি বলেছেন, ‘সরকারি ভবন নিয়ন্ত্রণে নেওয়ার অর্থ হচ্ছে শত্রুদের আমরা রামাদি থেকে পরাস্ত করতে পেরেছি। পরবর্তী সময়ে শহরের আশপাশের অঞ্চলগুলো পুনর্দখলে আমাদের জন্য সহায়ক হবে।’

যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাজনৈতিক ও সামরিক বিষয়ক সহকারী মন্ত্রী মার্ক কিমিত ইরাকি বাহিনী-কর্তৃক রামাদি পুনর্দখল আইএসের জন্য সামান্য পরাজয়ের একটি অংশমাত্র বলে উল্লেখ করেছেন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘রামাদি দখল ইরাকি সেনাদের একটি বড় অর্জন। কিন্তু এটা ধরে রাখতে হলে আরো হাজার হাজার সেনা সেখানে মোতায়েন করতে হবে। প্রশ্ন হলো সামনের দিকে সেনারা এ অর্জন ধরে রাখতে পারবে কিনা।’

‘সামনের বছর আইএস শহরটি পুনর্দখলে মরিয়া হয়ে চেষ্টা করবে। এখন উচিত হলো এর সীমান্ত সুরক্ষার জন্য আরো বেশি তৎপর হওয়া। কেউ কেউ মনে করতে পারেন, আইএসের পতনের এ কেবল সূচনা মাত্র, কিন্তু এটাও মনে রাখতে হবে এ অঞ্চলে আইএস ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। পুরুষানুক্রমে এক দীর্ঘ যুদ্ধের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে।’

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।

Tags: