muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

২০১৫ সালে নির্যাতনের শিকার ৪,৪৩৬ জন নারী : মহিলা পরিষদ

mohila_porishod-logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ২০১৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজারেরও বেশি নারী। আর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৪,৪৩৬ জন নারী।

১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে ধর্ষণের শিকার এক হাজার ৯২ নারীর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৯৯ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৮৫ জনকে। আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪২ জনকে। বছরটিতে বিভিন্ন নির্যাতনের কারণে ৩৩৬ জন নারী আত্মহত্যা করেছেন। ১৬৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ের শিকার হয়েছে ৯৪ জন।

Tags: