muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহরণকৃত শিশু ৪ দিন পর পাবনা থেকে উদ্ধার, আটক – ২

মামুনুর রহমান,

(পাবনা জেলা) প্রতিনিধি ॥ পাবনার চাটমোহর রেল স্টেশন এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহরণের ৪ দিন পর ২ অপহরণকারী গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্র ওসমান কে (১৩) উদ্ধার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত স্কুল ছাত্র ওসমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আলিশপুর গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখ পাড়া গ্রামের কাশেম মালিথার ছেলে রাজু ও চাটমোহর উপজেলার মহরমখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মহরম হোসেন।  র‌্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার ওসমানকে নাচোল থেকে অপহরণ করে নিয়ে আসে অপহরণকারী। অপহরণকারীরা ওসমানকে নিয়ে প্রথমে ঈশ্বরদী এবং পরে চাটমোহরে নিয়ে আসে। পরে ওসমানকে ফিরে পেতে তার বাবা সিরাজুল ইসলামের কাছে মোটা অংকের চাঁদার দাবী করে। ওসমানের বাবা বিষয়টি নাচোল থানায় অবহিত করেন। ওসমানের বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাটমোহর রেল স্টেশনের পূর্ব রেলগেট এলাকায় তাদের আটক করে। এসময় অপহৃত স্কুল ছাত্র ওসমানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে পাবনা র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ টিম পূর্ব থেকেই চাটমোহর রেলস্টেশন এলাকায় অবস্থান করছিল অপহরনকারীকে ধরতে ও শিশুটিকে উদ্ধার করতে। ধৃত আসামীরা পেশাদার অপহরনকারী এবং তারা দীর্ঘদিন যাবত শিশু অপহরন করে মুক্তিপন আদায় করে আসছে। আসামী মোঃ মহরম হোসেন এর বিরুদ্ধে নাটোর সদর থানায় অপহরন মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০২-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: