muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাগুরার মহম্মদপুর উপজেলায় কিরণমালা দেখতে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): আত্মহত্যার চেষ্টাকারী মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শারমিনের শারিরীক অবস্থা এখনো ঝুকিপূর্ণ বলে জানিয়েছেন তার কর্তব্যরত চিকিত্সকরা।

শুক্রবার রাতে ভারতিয় স্টার জলসা চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক কিরণ মালা দেখতে না দেওয়ায় সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান জানান, মেয়েটির পাকস্থলি থেকে বিষ বের করা হলেও এখনো সে ঝুকির মধ্যে রয়েছে। ৭২ ঘন্টা পার হলে তার প্রকৃত অবস্থা বোঝা যাবে।

মেয়েটির বাবা সাকেন ফকির জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টা বাজলেই মেয়ে শারমিন সহ বাড়ির অন্যান্যরা ধারাবাহিক নাটক কিরণ মালা দেখতে টিভির সামনে বসে যায়। এতে বিশেষ করে শিশুদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে থাকে। কিন্তু কোনভাবেই তাদেরকে এ থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। তারপরও শুক্রবার রাতে যথা সময়ে শারমিন টিভির সামনে বসলে তার মা মেয়েকে নিষেধ করে গালমন্দ দেয়। এতে সে কষ্ট পেয়ে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-০২-২০১৬ইং/মইনুল হোসেন

 

Tags: