muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভারতের অক্ষরযাত্রার দল মানিকগঞ্জে

 

মোঃ সোহেল রানা (স্টাফ রিপোটার):

বাংলা ভাষাকে সম্মান জানাতে প্রতিবেশী দেশ ভারত থেকে বাইসাইকেল ও দৌড়ে আসা অক্ষরযাত্রার দল এখন মানিকগঞ্জে অবস্থান করছেন এবং এখানেই আজ তারা রাত্রী যাপন করবেন |

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তারা মানিকগঞ্জ শহরে এসে পৌঁছান।

অক্ষরযাত্রার এ দলটি মহান অমর ২১ শে ফেব্রুয়ারি (আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস) এ  সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবেন।

এ যাত্রার দলনেতা চন্দন বিশ্বাস  জানান, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই তারা পাঁচজন বাইসাইকেল চালিয়ে ও একজন দৌড়ে বাংলাদেশে এসেছেন। মানিকগঞ্জে রাত্রী যাপন করে শুক্রবার সকালে তারা ঢাকার উদ্দ্যেশে রওনা হবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন |

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-০২-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: