muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাগুরায় ফুলের দোকান গুলোতে ছিল উপচে পড়া ভিড়

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): ২১ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালি জাতি স্মরণ করবে সেইসব উজ্জীবিত শহীদদের যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো। বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলো রাজপথ।

দিবসটিকে কেন্দ্র করে মাগুরাতে চলছে ফুল বিক্রির ধুম। অন্যান্য সময় দাম স্বাভাবিক থাকলেও ২১ ফেব্রুয়ারিকে ঘিরে শ্রদ্ধা নিবেদনের সেই ফুলগুলো বিক্রি হচ্ছে আগের চেয়ে কিছুটা চড়া দামে।

বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়, শহরে ফুলের দোকান গুলোতে দেখা গেছে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানাতে ইচ্ছুক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ লোকজনের উপচে পড়া ভিড়। বিক্রেতারা ফুল বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কেউ ছোট তোরা কেউ বিশাল ফুলের রিং কিনে নিচ্ছেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২১-০২-২০১৬ইং/মইনুল

Tags: