muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাগুরার শ্রীপুরের বারইপাড়া মন্দিরে পূজারিদের উপর হামলা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ-
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশশ্মান কালী মন্দিরে পূজা চলাকালীন সময়ে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কয়েকজন দর্শনার্থীকে লাঠিসোটা দিয়ে মারধর ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে।
হামলায় তাপস সরকার, অমিত সরকার, সুব্রত সরকার ও বিপ্লব সরকার নামে চার দর্শনার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর জখম তাপস সরকার (২২) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি খামারপাড়া গ্রামের সর্দার পাড়ায়।পুলিশ আহতদের স্বীকারোক্তি মোতাবেক  ঘটনার রাতেই ইকবাল নামে এক দুর্বৃত্তকে আটক করেছে।
দর্শনার্থী ও আহতরা জানান,  রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে পূঁজা চলাকালিন সময়ে একদল যুবক হঠাৎ করেই পূজা দেখতে আসা কয়েকজন দর্শনার্থীকে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট ও কুপিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় দর্শনার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে তারা তখনই থানা পুলিশকে জানান।
খবর পেয়েই শ্রীপুর থানার ওসি (তদন্ত) এম.এ.মাজেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্বীকারোক্তি মোতাবেক ইকবাল নামে এক দুর্বৃত্তকে আটক করে। আটককৃত ইকবাল বারইপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। সে এলাকার বখাটে যুবক বলে পরিচিত বলে পুলিশ জানায়।
আহত তাপস সরকার বলেন, হামলাকারীরা সংখ্যায় ৮/১০ জন ছিল। আমরা আর কাউকে চিনতে পারিনি।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ জমা দেননি বলে ওসি জানিয়েছেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/23-02-2016/মইনুল হোসেন

Tags: