muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

মরুর দেশ সৌদি আরবে আকস্মিক বন্যা নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ- মরুর দেশ সৌদি আরব। সূর্যের খরতাপে দিনাতিপাত করতে হয় সেখানকার বাসিন্দাদের। এক পশলা বৃষ্টিই যেখানে বিরল, সেখানে বন্যার কথা তো ভাবাই যায় না। অথচ গতকাল মঙ্গলবার সেটাই বাস্তব হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আকস্মিক বড় ধরনের ঝড়ে সৌদির রাজধানী রিয়াদে সৃষ্টি হয় বন্যার। মঙ্গলবার সন্ধ্যার কর্মব্যস্ত সময়ে ঝড় আঘাত হানে। এর ফলে সৃষ্ট বন্যার রেশ থাকে আজও। এখনো শহরের কিছু সড়ক প্লাবিত আছে। এ পর্যন্ত বন্যায় নিহত হয়েছে ৫ জন।

বন্যার বিষয়ে জানতে চাইলে রিয়াদ নগর কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল-শোয়াইমান সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বলেন, বন্যা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শহরের বাসিন্দাদের বন্যা উপদ্রুত এলাকায় ঝুঁকি নিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে মানা করা হয়েছে।

সৌদি শিক্ষা বিভাগের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়েছিল, বন্যায় রাজধানী শহরের সব স্কুল বুধবার বন্ধ থাকবে।

এসপিএর খবরে বলা হয়, বন্যার কারণে ‘নাইফ আরব ইউনিভার্সিটি ফর সিকিউরিটি সায়েন্সেস’ বুধবার সব ধরনের ক্লাস বাতিল ঘোষণা করেছে।

মক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/14-04-2016/মইনুল হোসেন

Tags: