muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

জাপানে ফের দুই দফায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ফের দুই দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। শুক্রবার জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

আগের দিন ভূমিকম্পে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাশিকি শহরে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ধসে যায় অনেক সড়ক। এতে অন্তত নয়জন নিহত হন। আহত হন আট শতাধিক।

মার্কিন ভূ-তত্ত্ব জরিপ কেন্দ্র জানায়, আজ প্রথম দফায় সাত কিলোমিটার গভীরে ৭.১ মাত্রায় এবং দ্বিতীয় দফায় ৪০ কিলোমিটার গভীরে ৭.৪ মাত্রায় পরপর ভূমিকম্প আঘাত আনে।

ভূমিকম্পের ফলে ৩ ফুট উঁচু ঢেউয়ের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কুমামোতো মূল শহরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে ভবনের ভেতরকার আসবাবপত্র মেঝেতে ছিটকে পড়ে বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। কিছু কিছু এলাকায় এর তীব্রতা ছিল ২০১১ সালের ভূমিকম্পের মতো। ওই ভূমিকম্পের পর সুনামিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/16-04-2016/মইনুল হোসেন

Tags: