muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

প্রথমবারের মতো স্থলযুদ্ধে মার্কিন নারী সেনারা

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত নারী সেনারা এখন থেকে স্থলযুদ্ধে অংশ নিতে পারবেন। চলতি বছর গৃহীত এই নীতির বদৌলতে নারী সেনাদের জন্য সেনাবাহিনীর প্রতিটি পদ উন্মুক্ত হলো। শনিবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, ২২ জন নারী সেনাসদস্যের প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিতে যাচ্ছেন। ৪০ জনের সেনা ইউনিটের দায়িত্ব নেবেন তারা।

 

অতীতে সম্মুখভাগ যুদ্ধে নারী সেনাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল। ইরাক ও আফগান যুদ্ধে নারী সেনারা অংশ নিলেও স্থলযুদ্ধে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। ২০১৫ সালের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার ঘোষণা দিয়েছিলেন যে, ২০১৬ সালের মধ্যেই সেনাবাহিনীর সব পদ নারীদের জন্য উন্মুক্ত করা হবে।

 

একই সময় স্বল্পসংখ্যক নারী সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মেরিন সেনা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থলযুদ্ধে লড়াইয়ের নতুন নীতির কারণে প্রতিবছর ২০০ নারী যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

 

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জেরি পিয়ঙ্ক বলেছেন, সময়ের পরিবর্তনে এটা ধারাবাহিক সফলতা।

 

Tags: