muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ইউরোপ কোনো দেশ অবৈধ অভিবাসীদের কারাগারে প্রবেশ করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের কোনো দেশ অবৈধ অভিবাসীদের কারাগারে পাঠাতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালত মঙ্গলবার এ রায় দিয়েছেন। তবে এ রায় শুধু ইউরোপের বাইরে থাকা অবৈধ অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে। তাও আবার সেইসব অভিবাসী, যারা কি না পাসপোর্টফ্রি এলাকা দিয়ে প্রবেশ করেছে এবং ওইসব এলাকা ত্যাগ করেছে। আদালত বলেছেন, প্রয়োজনে অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ‘ফিরিয়ে দেওয়ার নির্দেশনা’ মেনে কাজ করতে হবে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ইইউর আদালতের এ রায়ের পর ক্ষোভ করেছেন সমালোচকরা। তাদের চাপে বেশ কিছু বিধিবিধান কার্যকর রয়েছে।

 

ঘানার এক অভিবাসী বেলজিয়ামের ভুয়া কাগজপত্র নিয়ে ভ্রমণের সময় চ্যানেল টানেলে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন। সেলিনা অ্যাফাম নামের ঘানার এই নাগরিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু অ্যাফামের আইনজীবীর দাবি, ফিরিয়ে দেওয়ার নিদের্শনা (রিটার্ন ডিরেক্টিভস) অনুযায়ী, তাকে বন্দি করা অবৈধ।

মুক্তিযোদ্ধেরকণ্ঠ ডটকম/ ০৭-০৬-২০১৬ইং/ মোঃ হাছিব

 

Tags: