muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

খালেদার রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ১০ আগস্ট

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নেওয়ার শুনানির জন্য আগামি ১০ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।

এ বছরের ২৫ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশেদ তালুকদারের  আদালতে  সুর্প্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী বাদি হয়ে  মামলাটি  করেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/     ১২- ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: