muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ত্রিশালে ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

 মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশালে ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষ বিতরণ’ উৎসব।

বুধবার (২৪ আগস্ট) স্থানীয় নজরুল একাডেমি মাঠে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু জাফর রিপন। স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সবুজ ত্রিশাল’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে এ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ‘বেশি করে গাছ লাগাই, পরিবেশ পরিচ্ছন্ন রাখি, বাল্যবিয়েকে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ে তুলি, সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করি’ শিক্ষার্থীদের কণ্ঠে এমন স্লোগানে মুখর হয়ে ওঠে স্থানীয় নজরুল একাডেমি মাঠ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, উপজেলা সহকারী কমশিনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া প্রমুখ।

বৃক্ষ বিতরণ উৎসব পরিচালনা করেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক অবিনাস নাস চন্দ্র দাম।

Tags: