muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বিরলে নার্সারী চাষে সফল মুখ মো.সেলিম

মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে বিরলে নার্সারী চাষ করে সফলতা পেয়েছেন মো.সেলিম নামের এক কৃষক।মো.সেলিম মিয়ার বাড়ি সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে।তিনি বাড়ির পাশের আবাদী জমিতে মো.আলাউদ্দিন নামের একজন নার্সারী চাষীর অনুপ্রেরণায় উজ্জ্বীবিত হয়ে দক্ষিন সরারচর গ্রামে বাড়ির পাশে কয়েকটি চারা নিয়ে ২০১১ সালে ছোট আকারে একটি নার্সারী গড়ে তুলেন। পরবর্তীতে এতে ভাল পরিমাণের মুনাফা পাওয়ার পর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক অয়োজিত ২০১৩ সালে সরারচর হার্টিকালচার সেন্টারে নার্সারী চাষের উপর প্রশিক্ষন নিয়ে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতেও বিভিন্ন জাতের চারা উৎপাদন করা শুরু করেন।বর্তমানে কৃষি কাজের পাশাপাশি তিনি ৩৫শতাংশ জমিতে বীজ থেকে চারা উৎপাদন করছেন।বছরে প্রায় ১৫ হাজার টাকার মত খরচ হলেও প্রায় দেড় লক্ষ টাকার বেশি মুনাফা অর্জন করছেন অন্যান্য কৃষি কাজের পাশাপাশি।তার নার্সারীতে কাঁটাল,আম,পেয়ারা,রেনটি,জলপাই,লেবু,আকাশমনি,শরুফা ছাড়াও বিভিন্ন জাতের ফলজ চারা রয়েছে। ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে মো.সেলিম জানান,তিনি ধীরে ধীরে নার্সারীর আরও প্রসার ঘটাতে চান তিনি।শুধু ফলজ না ক্রমে ক্রমে ঔষধি ও ফুল গাছের চারাও চাষ করতে চান।স্বপ্ন পূরণে সকলের দো’আ কামনা করেন।৫০ বছর বয়সের জীবনে একটু সফলতার মুখ দেখতে পেয়ে তিনি এখন গর্ববোধ করছেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: