muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

অবারিত : রিয়াজ আহমেদ সজীব

সাহিত্য ও সংস্কৃতি ডেস্কঃ 

¤অবারিত¤

রিয়াজ আহমেদ সজীব

আমার শূন্যতার ঘরে

নিঃশব্দে ঝুম ঝুম বৃষ্টি

হেঠে চলি অবলিলায়

প্রান্তর ছুয়ে রোদ হতে।

আমার আকাশ জুড়ে

বুনো কিছু গাঙচিল

স্বপ্নেরা উড়ে বেড়ায়

ডানা ছুয়ে মেঘ হতে।

আমি আজ অবারিত

সীমাহীন আকাশে,

নিরন্তর ছুটে চলি

বি-ঘূর্ণন বাতাসে।

আমার চাওয়াগুলো অন্ধকার

মিশে আছে হতাশায়

পাওয়া না পাওয়ার ঘরে,

আমার ভাবনারা একাকার

ধীর পায়ে পথ চলে

গহীন রাত জুড়ে।

আমার কাব্যেরা উদাসীন

ডায়েরির পাতা জুড়ে

চন্দতে হারমানা,

আমার গল্পটা একঘেয়ে

নির্বাক প্রাণহীন

আমাতেই অচেনা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: