muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ইঁদুর নিধনের পর ব্লেকার নিধন অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

মো.আরিফুল ইসলাম,বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।।

জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৬ এর উদ্ভোধনের পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ব্লেকার নিধন অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেড এ.জেড.এম শারজিল হাসান।২৭শে অক্টোবর বৃহস্পতিবার সকালে ইঁদুর নিধন অভিযানের উদ্ভোধনের পর বিকালে তিনি ব্লেকার নিধন অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে নেতৃত্ব দেন। বাজিতপুর উপজেলার অন্যতম সরারচর রেলওয়ে ষ্টেশনে ব্লেকে টিকেট বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

14890376_372018663142017_8446751913231593142_o14876454_372019196475297_6737790679289649118_o

এসময় বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শারজিল হাসান কালোবাজারিতে আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি করার দায়ে একজনকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।প্রাথমিক সূত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত ব্লেকার মো.শহীদ মিয়া সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামের এরশাদ মিয়ার ছেলে।

উল্লেখ্য,উপজেলার অন্যতম ও যাত্রী সমাগমের স্হান সরারচর রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর এগারসিন্দুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট ব্লেকে বিক্রি হয়।১৫-২০ জন ব্লেকার যাত্রী বেশে এসব ট্রেনের টিকেট ষ্টেশন মাষ্টারের নিকট থেকে ১০৫টাকায়,শোভন চেয়ার ১২০ টাকায় ক্রয় করে সাধারণ যাত্রীদের নিকট ১৫০-২০০ টাকায় বিক্রি করে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: