muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“হ্যালই‌নের রাত” : রহমান মাসুদ

সাহিত্য ও সংস্কৃতিঃ

“হ্যালই‌নের রাত”
***রহমান মাসুদ***

গা ছমছ‌মে ৩১শে অক্টোবর
হ্যালই‌নের রা‌তে আত্না‌র বহর,
তারা আজ ছে‌ড়ে‌ছে শ্মশান কবর
পৈশা‌চিক শ‌ক্তি‌তে হ‌য়ে মহা শ‌ক্তিধর।

কর‌বে শুধু মানুষ শিকার
ধারন ক‌রে ভংয়কর আকার,
তাজা র‌ক্ত পা‌নে মিটা‌বে আহার
নাম ভ্যা‌ম্পায়ার-ড্রাকুলা-লু‌সিফার।

ভাল আত্নার খোঁ‌জ প্রিয়জন
ছে‌ড়ে আশা মধুর স্মৃ‌তিময় ভুবন,
যেথা ক‌রে‌ছে দীর্ঘ‌দিন  জীবন যাপন
চায় আপনজনরা দে‌বে সাদর আপ্যায়ন।

পাশ্চা‌ত্য‌ে পা‌লিত হয় হ্যালইন
ভৌ‌তিক সা‌জ-সজ্জায় হ‌য়ে র‌ঙ্গিন,
মু‌খো‌শের আড়া‌লে সবাই প‌রিচয়হীন
কুমড়াকে ভূ‌তের রূপদা‌নে ব্যস্ত রাত‌দিন।

দে‌শের অভিজাত এলাকায়
হ্যালইন উৎসব প‌ালন কি‌ঞ্চিততায়,
বর্তমা‌নে ইন্টার‌নে‌টের সহজলভ্যতায়
বি‌শ্বের সকল উৎসবের তথ্য জানা যায়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-১০-২০১৬ইং/ অর্থ 

Tags: