muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ১৩ লক্ষ টাকার চোরাইকৃত মালামাল উদ্ধার

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

গত ২৬.১০.২০১৬ খ্রি. তারিখ রাত ১০:৩০টায় কিশোরগঞ্জ একরামপুর গাজী সুপার মার্কেট-এর দোকান থেকে অক্সিজেন সিলিন্ডার ৬০টি, মেডিকেল অক্সিজেন ৪০টি, এ্যাসেটিলিন সিলিন্ডার ২০টি, এলপি গ্যাস ১টি, আর্গন সিলিন্ডার ১টি, গ্যাস চুলা ৫টি, মোট আনুমানিক মূল্য ১৩ (তের) লক্ষ টাকার মালামাল চুরি হয়। এই মর্মে জাহাঙ্গীর আলম, পিতা-আঃ মান্নান বাদী হয়ে ১টি নিয়মিত মামলা করা হয়। এর আলোকে মামলার আইও এস আই আবুল কালাম আজাদ তদন্তের স্বার্থে অভিযান পরিচালনা করতে ছিলেন।

1-1

৩ নভেম্বর ২০১৬ইং তারিখ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত দল চুরাইকৃত মালামাল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর থেকে সাব্বির আহম্মদ (২৬) ও শাহ আলম (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাব্বির আহম্মদ উপজেলার নানশ্রীর গ্রামের অধিবাসী ও শাহ আলম কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। দু’জনের পরিকল্পিতভাবে একরামপুর গাজী সুপার মার্কেট থেকে কৌশলে মধ্যরাতে চুরি করে নিয়ে যায়। আসামীরা বর্তমানে পুলিশ হেফাজতে কিশোরগঞ্জ মডেল থানায় রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন-এর সাথে কথা বলে জানা যায় আসামীদেরকে ৪৬১ ও ৩৮০ ধারায় বিজ্ঞ আদালতে হাজির করা হবে। উদ্ধারকৃত মালামাল আদালতের আদেশ অনুযায়ী বাদীর নিকট ফেরত দেয়া হবে। মামলাটি তদন্ত অবস্থায় আছে। মামলার আইও এসআই আবুল কালাম আজাদ প্রাথমিক তথ্য বিবরণী জমা দিয়েছেন। এছাড়াও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: