muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“জেল হত্যা দিবস” : রহমান মাসুদ

সাহিত্য ও সংস্কৃতিঃ 

“জেল হত্যা দিবস” 
***রহমান মাসুদ***

স্বাধীন বাংলা‌দে‌শের মা‌ঝে
আছে কিছু কলঙ্কিত ক্ষত,
চার নেতার অনাকাঙ্খিত মৃত্যু
জা‌তির জন্য মহা বেদনাদায়ক।

বঙ্গবন্ধুর যোগ্য অনুসার‌ী
স্বাধীনতা সংগ্রা‌মের কান্ডারী,
যা‌দের অবদা‌নে স্বাধীনতা
অর্জন লাল সবু‌জের পতাকা।

সেই প্রিয় মুখ,‌
সৈয়দ নজরুল ইসলাম,
তাজউ‌দ্দিন আহ‌মেদ,‌
ক্যা‌প্টেন মনসুর আলী,
এ এইচ এম কামরুজ্জামান,
ঘাত‌কের বু‌লে‌টে হ‌লো নিশ্চুপ।

১৯৭৫ সা‌লের ৩ ন‌বেম্বর
ম‌ধ্যে রা‌তে জে‌লের ভিতর,
সৃ‌ষ্টি হয় মহা কল‌ঙ্কিত অধ্যায়
৪নেতা শহীদ স্বৈরাচা‌রের বর্বরতায়।

সে বেদনার স্মৃ‌তি চির অম্লান
জা‌তির হৃদ‌য়ে চিরজীব‌ী চির মহান,
চেতনায় জাগ্রত তোমা‌দের অধ্যায়
সর্বদা স্মরন ক‌রি বিনম্র শ্রদ্ধায়।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১১-২০১৬ইং/ অর্থ 

Tags: